ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০
আপেল মাহমুদ(শাওন) ভোলা প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ভোলায় উৎসবমুখর পরিবেশে মধ্য দিয়ে শুরু হয়েছে “জেলে উৎসব-২০২০”। বুধবার (৮ জানুয়ারি) বিকালে ইলিশা ফেরীঘাট চত্বরে “পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন” এই উৎসবের আয়োজন করে। প্রবীন সাংবাদিক মুক্তিযোদ্ধা এমএ তাহের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলে উৎসবের শুভ উদ্বোধন করেন। উদ্ধোধনী দিনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খেলা হা ডু ডু দিয়ে উৎসবের শুরু হয়। ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে যেন প্রান ফিরে পেয়েছে গ্রামাঞ্চলের ক্রীড়াঙ্গন। এরআগে উৎসব মুখর পরিবেশে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে জেলে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। উদ্ধোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, “পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন” এর সভাপতি ও ইউনিয়ন আ‘লীগের যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলানিউজ ভোলা প্রতিনিধি ছোটন সাহা, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য প্রভাষক মনিরুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আনেয়ার হোসেন ছোটন, মাই টিভি জেলা প্রতিনিধি আরিফ হোসেন লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, “পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন” এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার জিলন। আয়োজকরা জানিয়েছেন, শুধু মাত্র জেলেদের নিয়ে ব্যতিক্রমী জেলে উৎসবের এ আয়োজন। মাসব্যাপী এ আয়োজনে রয়েছে হা ডু ডু, দঁড়ি টানাটানি, নৌকা বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমদিনে তেমাথা মৎস্যঘাট ও চড়ার মাথা দল হা ডু ডু খেলায় অংশগ্রহণ করে। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলাটি ড্র হয়। উভয় দলে তরুন, যুবক ও মধ্য বয়সের জেলে অংশগ্রহণ করে। বক্তারা বলেন, ঝুঁকিপূর্ণ পেশার মধ্যে জেলে পেশা অন্যতম। মেঘনা, তেঁতুলিয়া ও সাগর মোহনায় লাখো জেলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। নদীতে মাছ পেলে তাদের মুখে হাঁসি ফুটে, অন্যাথায় অভাবে দিন কাটে জেলেদের। ঋনের বোঝা আর সংকট মাথায় নিয়ে তারা তাদের ঐতিহ্য ধরে রাখছেন। কিন্তু এসব জেলেরা কোন উৎসবের সুযোগ পাননা। তাই তারা বিনোদন বঞ্চিত। সেই সব জেলেদের জন্য ব্যতিক্রমী এ আয়োজনটি সত্যিই প্রশংসনীয়। জেলে উৎসবের আয়োজনকে ঘিরে জেলেদের মাঝে হাসি ফুটবে। খেলাধুলার পাশিপাশি নিজ পেশায় তারা হয়ে উঠবে আরো কর্মচঞ্চল। পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন জানান, জীবন জীবিকার প্রয়োজনে নদীতে মাছ শিকার করেন জেলেরা। জীবিকার লড়াইয়ের কারণে তারা বিনোদনের সুযোগ পাননা। সেই সব জেলেদের মুখে হাসি ফুটাতে এবং খেলায় উৎসাহি করতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলে উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিভিন্ন ইভেন্টে খেলার আয়োজন রয়েছে এবং আগামি ২৫ জানুয়ারী পুরস্কার বিতরনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্ত হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST