ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
হাসান আরেফিন ঝালকাঠি প্রতিনিধি : নলছিটির মোল্লারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক স্কুল শিক্ষক একে নুরুল ইসলাম মাস্টার (৭৮) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর হৃদযন্ত্রের অসুস্থতা নিয়ে ঢাকার শহীদ সরোওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বুধবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার তিন ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় মোল্লারহাট জেডএ ভূট্টো ডিগ্রী কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, একে নুরুল হক মাস্টার মোল্লারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা’র পিতা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST