পটুয়াখালীতে রেষ্টুরেন্টে র‌্যাবের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানাসহ আটক-১

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

পটুয়াখালীতে রেষ্টুরেন্টে র‌্যাবের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানাসহ আটক-১

কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধিঃ র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ শনিবার দুপুর ১২ টার দিকে পটুয়াখালী জেলার সদর থানাধীন লঞ্চঘাট এলাকায় ‘সী-প্যালেস চাইনিজ রেষ্টুরেন্ট’ এ অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে খাদ্য পরিবেশন, লাইসেন্স ব্যাতিত রেষ্টুরেন্ট পরিচালনাসহ বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে উক্ত রেষ্টুরেন্টের ম্যানেজার কাজী বাচ্চু (৪৪) কে আটক করা হয়।আটক কাজী বাচ্চু কলাপাড়া থানার গোলবুনিয়া গ্রামের মৃত.হারেজ আহম্মেদের ছেলে। এসময় পটুয়াখালীর বিশুদ্ধ খাদ্য আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আমিরুল ইসলাম আটককৃত আসামীকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা মোতাবেক ১ লক্ষ টাকা অর্থ দন্ড অনাদায়ে ০৭ দিনের কারাদন্ড প্রদান করেন। এ বিচার কার্য পরিচালনার সময় পটুয়াখালী পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শারমিন সুলতানা ও পটুয়াখালী জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest