কুমিল্লায় ড্রিম এইড ফাউন্ডের উদ্যোগর খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

কুমিল্লায় ড্রিম এইড ফাউন্ডের উদ্যোগর খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের কারণে সারাদেশে চলছে লকডাউন। বেকার হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে ভাসমান মানুষগুলো। সারাদেশে অসহায় মানুষের মাঝে ত্রাণ ও খাবার সামগ্রী বিতরণ অংশ হিসেবে আজ ড্রিম এইড ফাউন্ডেশন এর কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য জিল্লুর রহমান রিফাত নেতৃত্বে কুমিল্লায় ত্রান বিতরণ করেন।

নেতৃবৃন্দ বলেন ‘বাংলাদেশে সময়মত ও যথাযথ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে এখনও আমাদের এখানে ব্যাপক সংক্রমণ ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত বছর ডিসেম্বরের শেষে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পরপরই বাংলাদেশ সরকার এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) যৌথভাবে কাজ শুরু করে। আইইডিসিআর এ কন্ট্রোল রুম খোলা হয় এবং রোগটি মোকাবিলায় প্রস্তুতি শুরু করা হয়।
এ সময় তারা সমাজের সকল বিত্তবানদের মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।


মুজিব বর্ষ

Pin It on Pinterest