ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫
চট্টগ্রাম প্রতিনিধি:
১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(দরুদ) উদযাপন ও বিশ্ব অলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সূফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.)’র চন্দ্র
বার্ষিকী ফাতেহা শরীফ উপলক্ষে এক ❝আজিমুশশান আলোচনা সভা ও মিলাদ মাহফিল❞ হরিণাদিঘীস্থ মাষ্টার নুর আহমদ চৌধুরী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভা পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে মোস্তাফা ও মাইজভাণ্ডারী কালামের মধ্য দিয়ে শুরু হয়।
অত্র শাখার সম্মানিত সভাপতি জনাব আহসান উল্লাহ চৌধুরী বিভন এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম ।
এই মহতি মাহফিলে প্রধান বক্তার তকরির পেশ করেন-
কুমিল্লা ঘিলাতলা দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন,হযরতুলহাজ্ব আল্লামা মুফতি বাকী বিল্লাহ আল-আযহারী(ম.)।
বিশেষ বক্তার তকরির পেশ করেন-
মাদ্রাসা-এ গাউসুল আজম মাইজভাণ্ডারীর সম্মানিত উপাধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন ছাহেব।
পরিশেষে মাহফিলে মিলাদ কিয়াম করেন ঈদে মিলাদুন্নবী(দ.) আয়োজক কমিটির সম্মানিত সচিব তানবির মুহাম্মদ শাপলা চৌধুরী ও প্রধান বক্তা আল্লামা মুফতি বাকী বিল্লাহ আল-আযহারীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
মূল অনুষ্ঠান শেষে সেমা-এ জিকির পরিবেশন করেন অত্র শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ একরাম হোসেন।
এই মহতি অনুষ্ঠানে যারা অর্থ, শ্রম, মেধা ও সহযোগিতা করেছেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বিভিন্ন শাখা থেকে আগত সভাপতি,সাধারণ সম্পাদক ও প্রতিনিধি, বিভিন্ন এলাকা থেকে আগত আশেকানে মোস্তাফা(দ.), আশেকানে গাউসুল আজম মাইজভাণ্ডারী ও আগত মেহমানবৃন্দের প্রতি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বড়ছিলোনিয়া-পাইন্দং শাখা ও ঈদে মিলাদুন্নবী(দ.) আয়োজক কমিটির পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST