বরিশালে ভোরের চেতনার ব্যুরো অফিস উদ্বোধন, একই সাথে দৈনিক বরিশালের চোখ-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫

বরিশালে ভোরের চেতনার ব্যুরো অফিস উদ্বোধন, একই সাথে দৈনিক বরিশালের চোখ-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

 

 

অনলাইন ডেস্কঃ

বরিশাল বিভাগীয় গণমাধ্যম অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে জাতীয় দৈনিক ভোরের চেতনার বরিশাল বিভাগীয় ব্যুরো অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বরিশালের স্থানীয় দৈনিক বরিশালের চোখ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বলেন, সত্য ও বস্তু নিষ্ঠা সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। এই ব্যুরো অফিস সাংবাদিক এবং বরিশালের সাধারণ মানুষের আস্থার কেন্দ্রস্থল হবে এবং সঠিক সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জালাল উদ্দিন জুয়েল। তিনি বলেন, আঞ্চলিক সাংবাদিকতা এখন জাতীয় গণমাধ্যম অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই স্থানীয় সাংবাদিকদের সংবাদভিত্তিক প্রতিটি বিষয় সামনে তুলে ধরতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোরের চেতনার বরিশাল ব্যুরো চিফ খান আরিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সত্য সংবাদ-এর সম্পাদক ফয়সাল রাকিব, দৈনিক ভোরের অঙ্গীকারের যুগ্ম বার্তা সম্পাদক লিটন বায়েজিদ, ভোরের চেতনার বরিশাল জেলা প্রতিনিধি খান বশিরসহ বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা।

 

বক্তারা বলেন, স্থানীয় সাংবাদিকরা সমাজের সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র জনগণের সামনে উপস্থাপন করেন। তাই ব্যুরো অফিস থেকে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভোরের চেতনার বরিশাল ব্যুরো অফিস ও বরিশালের চোখ পত্রিকার নতুন বছর । ভবিষ্যতে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এ ব্যুরো অফিস উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই আশা প্রকাশ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest