রাজশাহীতে নিজ বাড়িতে গৃহবধূকে জবাই করে হত্যা, দেবর-ভাবি আটক

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মে ২০, ২০২০

রাজশাহীতে নিজ বাড়িতে গৃহবধূকে জবাই করে হত্যা, দেবর-ভাবি আটক
রাজশাহী ব্যুরো : রাজশাহীর পবা উপজেলার হরিপুর টেংরামারি গ্রামে ছতেরা বেগম (৩৮) নামের এক গৃহবধূকে নিজ বাড়িতে জবাই করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আজ ভোরে সন্দেহভাজন ভাবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানা তাদের দুজনকে আটক করে। আটককৃতরা হলেন হরিপুর টেংরামারী গ্রামের প্রতিবেশী সরেন আলী (৩২) ও তার ভাবি সাথী খাতুন (২৫)। হত্যা মামলায় তাদেরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বুধবার দুপুরে দামকুড়া থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম বলেন নিজ বাড়িতে গৃহবধূকে জবাই করে হত্যার ঘটনায় সন্দেহভাজন ভাবে দুজনকে আটক করা হয়েছে তারা দুজন প্রতিবেশী দেবর ভাবি। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ ঘটনায় নিহতের স্বামী আনিসুর রহমান বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাজশাহীর পবা উপজেলার হরিপুর টেংরামারি গ্রামে ছতেরা বেগম (৩৮) নামের এক রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাড়িতে জবাই করে হত্যা করা হয়। নিহত গৃহবধূ হরিপুর টেংরামারি গ্রামের আনিসুর রহমানের স্ত্রী। ওই নারী চার সন্তানের জননী। দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছিলেন, ছতেরা বেগমের স্বামী আনিসুর রহমান ও তার ছেলে তারাবির নামাজ পড়তে মসজিদে গিয়েছিল। এ সময় ছাতেরা বেগম বাড়িতে একাই ছিলেন। মসজিদ থেকে তারা বাড়ি ফিরে ছতেরার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পায়। লাশ তার শোয়ার ঘরে পড়ে ছিল। পরে গ্রামের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। নিহত গৃহবধূর বাড়িতে গিয়ে লাশ ঘটনাস্থলে রয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি। তবে হত্যাকান্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আমি এখনো ঘটনাস্থলে রয়েছি। সিআইডি টিমকে খবর দেয়া হয়েছে। তারা এসে ঘটনাস্থল পরিদর্শন ও নমুনা সংগ্রহ করবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে রহস্য বের করা হবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest