ঢাকা ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪
সাগর সাগর হোসাইন, বদলগাঁছী(নওগাঁ) প্রতিনিধিঃ, বদলগাঁছী(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৩০ মে,বৃহস্পতিবার, দুপুর ২ টায় গোয়ালভিটা গ্রামের গজাড়ার মোড়ে মর্মান্তিক এ-ই মৃত্যুর ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মোঃ আনিছুর রহমান (৪০)।
সে পাহাড়পুর ইউপির গোয়ালভিটা গ্রামের প্যানাতা পাড়ার মোঃ মোস্তফার ছেলে।
সে পেশায় একজন ভ্যান চালক ও সবজি ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী গোয়ালভিটা মাদ্রাসা পাড়া গ্রামের মো: মঞ্জুল হোসেন জানান,নিহত আনিছুর গজাড়ার মোড়ে পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়র রহমানের নির্মাণাধীন একতলা ভবনের ছাদে ধান শুকানোর সময় ছাদের উপরের ১১কেভি বৈদ্যুতিক লাইনের তারের সাথে মাথা স্পর্শ হয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।তাৎক্ষণিক এলাকাবাসীরা জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় সে।
এলাকাবাসীরা জানান,ইতিপূর্বে নির্মাণাধীন ভবনের নির্মাণ শ্রমিকদের একজন বিদ্যুৎ স্পৃষ্ট হলে তারা কাজ ছেড়ে চলে যান।এমন অরক্ষিত জায়গায় এভাবে ছাদে ওঠার ব্যবস্থা রাখা বা ধান শুকানোর ব্যবস্থা করে রাখা মোটেই ঠিক হয়নি।
এ ব্যাপারে বদলগাছী অফিসার ইনচার্জ (ওসি)
মাহাবুবুর রহমান বলেন,মৃত্যুর ঘটনাটি শুনেছি,কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST