ঢাকা ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুরে এক ভ্যান চালকের বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
বুধবার (২৯ মে) ভোরে লালপুর উপজেলার জোতদৈবকী গ্রামের মৃত হুজুর আলীর ছেলে ভ্যানচালক আয়নাল আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ মে ভোর রাত্রে ইলেকট্রিক সট সার্কিটে বাড়িতে আগুন লেগে যায়।
পরে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় ভ্যানচালক আয়নাল আলীর প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনাই ভ্যানচালক আয়নাল আল বাড়িঘর পরিদর্শন করেছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ সাগর, ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বাঘা।
লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম জানান, আমাদের ফায়ার সার্ভিস এর একটি দল প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST