নাচোলে নসিমনের চাপায় সাইকেল আরোহী নিহত, চালক আটক

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

নাচোলে নসিমনের চাপায় সাইকেল আরোহী নিহত, চালক আটক

ওমর ফারুক, রাজশাহী: নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কাড়িপাড়া সংলগ্ন চোখতোলা পুকুরের সামনের রাস্তায় বেপরোয়া গতির নসিমনের চাপায় বিজয় ঘোষ (৪৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার নেজামপুর ইউনিয়নের জাহিদপুর গ্রামের দিনু ঘোষের ছেলে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সাইকেল আরোহী বিজয় নাচোলের দিকে নিজ সাইড দিয়ে যাচ্ছিলেন। পথে চোখতোলা পুকুরের সামনের রাস্তায় পৌঁছালে পেছন থেকে আসা বেপরোয়া গতির নসিমন সাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে বিজয়কে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিজয় ঘোষ নিহত হন। খবর পেয়ে স্থানীয়রা চালককে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নাচোল থানার ওসি সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসি ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেজা বলেন, নসিমনের চাপায় সাইকেল আরোহী নিহত হয়েছে। চালককে আটক করা হয়েছে। আমি ঘটনাস্থলেই আছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest