রাজশাহী গোদাগাড়ীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

রাজশাহী গোদাগাড়ীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহীর গোদাগাড়ীতে মাদকাসক্ত ছেলের হাতে শংঙ্করী রানী (৬৫) নামের এক বৃদ্ধা মা খুন হয়েছেন। সোমবার বেলা ১০টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার শ্রীমন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। শংঙ্করী রানী আশা ঘোষের স্ত্রী। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে , নিহতের ছেলে সুমুন ঘোষ দীর্ঘদিন ধরে নেশাগ্রস্থ ছিল। নেশা করার জন্য টাকা চাওয়ায় মা ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন তার মাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া নয়টার দিকে তার মৃত্যু হয়। পরে লাশ মর্গে পাঠানো হয়েছে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে মায়ের সঙ্গে ঝগড়া হয় সুমুন ঘোষের। একপর্যায়ে সুমুন ঘোষ তার মাকে রান্না করা খড়ি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে ওই মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া নয়টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় সুমুনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামী পলাতক রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest