রাজশাহীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

রাজশাহীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপারসহ ৫ জন আহত হয়েছে। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাতটার দিকে নগরীর মতিহার থানাধীন আইবিএ ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আজাদ, মিঠুন, রুহুল আমিন, খলিলুর ও বাবু। মধ্যে রুহুল আমিন ও বাবু আপন দুই ভাই। এদের বাড়ি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানা এলাকায়। বাকি তিনজনের বাড়ি রাজশাহী জেলার বিভিন্ন থানায়। জানা গেছে, বুধবার সকাল সাতটার দিকে রাজশাহী মহানগরীর দিক থেকে একটি চাউল ভর্তি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নগরীর আইজিএ ভবনের সামনে পৌঁছালে নাটোর থেকে আশা একটি মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হেলপার চালকসহ ৪ জন আহত হয়। স্থানীয়রা আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ এস পারভেজ বলেন, আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কেউ মারা যায়নি। আরএমপির মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নাল আবেদীন বলেন দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest