ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০
আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবিতে কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটাপরে যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান ২০ জানুয়ারি সোমবার আনুমানিক বিকাল ৫ ঘটিকায় পাঁচবিবি উপজেলার দরগাপাড়া এলাকায় ঐ যুবক কানে হেডফোন লাগিয়ে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন পিছন থেকে থাক্কা দিলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবক নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের লাউগাড়ি সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলামের ছেলে তবিরুল ইসলাম জয় (২৮) নামের বলে জানা গেছে। উপরোক্ত বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST