কাঠালিয়ায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ করেছে পুলিশ

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

কাঠালিয়ায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ করেছে পুলিশ

কাঠালিয়া( ঝালকাঠি) প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে ৫০টি বিটে একযোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ করেছে জেলা পুলিশ। এ সময় স্ব-স্ব বিটের ফেসবুক পেইজে সারাসরি সম্প্রচার করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের সেন্টারের হাট এলাকায় ধর্ষন ও নারী নির্যাতন বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিট পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহামুদ হাসান রিপন, বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবদুর রহমান নান্টু, অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান, মোঃ মঞ্জিল মোর্শেদ (পীর সাহেব), উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, প্রধান শিক্ষক জিয়াউর হাসান মাসুদ, ইউপি সদস্য রীমা রাণী মন্ডল, নুরজাহান হেপি ও শিক্ষার্থী সাদিয়া জাহান মনি প্রমূখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest