বৃষ্টির আশায় নবাবগঞ্জে ইসতিকার নামাজ আদায়

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪

বৃষ্টির আশায় নবাবগঞ্জে ইসতিকার নামাজ আদায়

নবাবগঞ্জ(দিনাজপুর)
সারাদেশের ন্যায় টানা কয়েকদিনের প্রচন্ড তাবদাহে জনজীবন বিপর্যস্ত । প্রখর রোদ আর প্রচন্ড গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। বৈরী আবওয়ায়র কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন শিশু, বৃদ্ধ সহ সব বয়সের মানুস। ফলে তাপদাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির আশায় ইসতিকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রান মুসল্লীরা। স্থানীয় আলেম ওলামা সমাজের উদ্যোগে দিনাজপুরের নবাবগঞ্জে শনিবার বেলা ১১ টায় উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ গ্রহন করেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা। সালাতুন ইসতিকার নামাজের তাৎপর্য তুলে ধরে বয়ান করেন এবং নামাজ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মারকাস মসজিদের খতিব হাফেজ মাওলানা সরোয়ার হোসেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest