রূপগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ, কিশোর গ্যাং ও মাদক নির্মূল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪

রূপগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ, কিশোর গ্যাং ও মাদক নির্মূল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ, কিশোর গ্যাং ও মাদক নির্মূল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৭ এপ্রিল) শনিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক। সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাবো পৌর মেয়র মিসেস হাছিনা গাজী, তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি সিমন সরকার, সহকারী পুলিশ সুপার সি সার্কেল (নারায়ণগঞ্জ) হাবিবুর রহমান, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের বাসিন্দারা৷

এ সময় সর্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব ও এর সুযোগ সুবিধা নিয়ে নিয়ে আলোচনা হয়। আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত সকলকে পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়াসহ প্রতিটি এলাকার সকল শ্রেণী পেশার মানুষকে পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে সুযোগ সুবিধার ব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান উপস্থিত সকলে। এছাড়া কিশোর গ্যাং ও মাদক নির্মূল বিষয়ে মতবিনিময় করেন অতিথিবৃন্দ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest