তালতলীতে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি,থাকছে করোনা ঝুকি

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

তালতলীতে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি,থাকছে করোনা ঝুকি

মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।। বরগুনার তালতলীতে অস্বস্থ্যকর-নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছে। স্থানীয় সতেচন মহল বলছে এই নোংরা পরিবেশে মিষ্টি তৈরিতে করোনা ভাইরাসের ঝুকি রয়েছে। মঙ্গলবার(৩১ মার্চ) বিকেল মুসলিম সুইটস্ এন্ড খুলনা দধি ঘরে গিয়ে দেখা যায় মিষ্টি উপরে বিভিন্ন ধরনের মাছি ও অস্বাস্থ্য পরিবেশ দেখা যায়। স্থানীদের অভিযোগ এই মিষ্টি দোকানে অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন্ প্রকারের দই,মিষ্টি, রসমালাই ও সন্দেশ। আর এতে চলমান করোনা ভাইরাসের যে প্রদূর্ভাব দেখা দিয়েছে তার অনেকটাই ঝুকিতে এই মিষ্টি দোকানে। এসব মাছি পড়া খাবারে যেমন স্বাস্থ্যের জন্যও ভয়াবহ ক্ষতিকর। এসব মিষ্টি খেলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।এই দোকানের বিরদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ক্রেতারা। এদিকে করোনা ভাইরাসের সংক্রমন রোধে গত ২৯ মার্চ কাচাবাজার,মুদি দোকান,ঔষদের দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোরা রাখা নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সকল প্রকার দোকান,বাজার বন্ধ ঘোষনা করেছে বরগুনা জেলা প্রশাসন। এই নিদের্শকে অমান্য করে নোংরা ভাবে মিষ্টি তৈরিতে ব্যস্ত মুসলিম সুইটস্ এন্ড খুলনা দধি ঘর প্রতিষ্ঠান। তালতলী সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি হাইরাজ মাঝি বলেন এই ভাবে অস্বস্থ্যকর-নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে তা বিক্রী করলে চলমান করোনা ভাইরাসের ঝুকি থাকতে পারে। যে খানে পরিস্কার পরিছন্নতার প্রতি সরকার সবসমই গুরুত্ব দিয়ে আসছেন। সেই নিয়মকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে এই মিষ্টি তৈরি হচ্ছে। এবিষয়ে প্রশাসনকে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ থাকবে। নজরুল ইসলাম নামের এক সমাজ সেবক বলেন এই করোনা ভাইরাসের ভিতরেও এভাবে নোংরা ভাবে মিষ্টি তৈরি হচ্ছে। এতে করোনার সংক্রমন ছড়াতে পাবে বলে আমি মনে করি। মুসলিম সুইটস্ এন্ড খুলনা দধি ঘর প্রতিষ্ঠানের মালিক সিরাজুল ইসলাম বলেন এ ভাবে মাছি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির বিষয়ে ভুল স্বীকার করে বলেন এমন ভুল আর হবে না। এটা আসলেই ভুল হয়েছে আমাদের। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক রফিকুল ইসলাম বলেন,অস্বাস্থ্যকর – নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করলে এতে করোনা ভাইরাস এর ঝুকি থাকে। এভাবে যদি মুসলিম সুইটস্ এন্ড খুলনা দধি ঘর মিষ্টিসহ যাবতীয় তৈরি করতে হলে সম্পূর্ণ নিজস্ব হাইজিন মেনে করতে হবে। এর ব্যতিক্রম ঘটলে তার বিরুদ্ধে আমাদের প্রসেসিং অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তালতলী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সেলিম মিঞা বলেন খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest