লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা, পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন-ইউএনও আলী সুজা।

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা, পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন-ইউএনও আলী সুজা।

শফিকুল ইসলাম শামীম

উজিরপুর প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুরে লাল শাপলার স্বর্গরাজ্য সাতলায় পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ৭ জুলাই বেলা ১১ টায় উপজেলার সাতলা মুড়ি বাড়ি লাল শাপলার পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

 

উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এসময় রিসোর্স সেন্টার ও ঘাটলা নির্মাণ কাজের সার্বিক খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

 

এছাড়া তিনি ঐতিহ্যবাহী লাল শাপলা পর্যটন কেন্দ্রটি ভবিষ্যতে আরো ঢেলে সাজানোর লক্ষে নিরলসভাবে উন্নয়ন মূলক কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া ইউএনও আলী সুজার অক্লান্ত পরিশ্রম আর মেধায় ও শত প্রচেষ্টায় সফলতার দ্বারপ্রান্তে সাতলা লাল শাপলা পর্যটন কেন্দ্র।এদিকে মানবিক,সৎ ও দক্ষ নির্বাহী কর্মকর্তার সাতলায় আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতলাবাসী।

 

উল্লেখ্য উজিরপুর উপজেলা থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে মুড়ি বাড়ি উত্তর সাতলা লাল শাপলার স্বর্গরাজ্যে বিনোদনের জন্য দেশের বিভিন্ন শহর থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতিবছর আশার,শ্রাবণ ও ভাদ্র এই তিন মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভীড় জমায়।

 

এছাড়া সাতলা লাল শাপলার বিলটি একনজর দেখার জন্য দিন দিন দর্শনার্থীদের সংখ্যা বেড়েই চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest