দুমকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫

দুমকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

 

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় পটুয়াখালীর দুমকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।

 

জেলা শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং দুমকী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. আবু হানিফ।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অভিভাবক মো. আমির হোসেন, লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আস্রাফ, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, দুমকী প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক মো. এবাদুল হক এবং প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।

 

প্রধান অতিথি আবুজর মো. ইজাজুল হক বলেন, “শুধু ভালো ফল করলেই হবে না, ভালো মানুষ হতে হবে। ভালো মানের বই বেশি বেশি পড়তে হবে, দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক মানের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”

 

 

 


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest