বদলগাছীর দৌলতপুরে সংখ্যালঘু গৃহবধূর ওপর হামলা ও ছিনতাই: গ্রামজুড়ে ক্ষোভ ও আতঙ্ক।

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

বদলগাছীর দৌলতপুরে সংখ্যালঘু গৃহবধূর ওপর হামলা ও ছিনতাই: গ্রামজুড়ে ক্ষোভ ও আতঙ্ক।

সাগর হোসাইন, বদলগাছী, (প্রতিনিধি):

 

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের দৌলতপুর গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূর ওপর হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। তবে এখন পর্যন্ত থানায় আনুষ্ঠানিক অভিযোগ না দেওয়ায় গ্রামবাসীর মাঝে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

 

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী কেয়া (ছদ্মনাম) বাড়িতে একা থাকাকালে একদল বখাটে যুবক তার ঘরে ঢুকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে তারা তার কাছ থেকে প্রায় আট আনা স্বর্ণালঙ্কার ও ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ।

 

 

অভিযুক্তদের মধ্যে রয়েছেন: মো. শিহাব, পিতা: হাফিজুল মো. হাফিজুল, পিতা: জফর মিঠু দে, পিতা: জিৎনা দে স্বপ্ন দে, পিতা: সুধাংশু দে (সকলেই তাজপুর ও দৌলতপুর গ্রামের বাসিন্দা)। এছাড়াও আরও ৩/৪ জন অজ্ঞাতনামা যুবক এই ঘটনায় জড়িত বলে জানা গেছে।

 

 

স্থানীয়দের মতে, প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে কেয়া তার বৃদ্ধ শাশুড়ীকে নিয়ে একাই বসবাস করেন। এই সুযোগকে কাজে লাগিয়ে ওই যুবকেরা কুৎসা রটিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে এবং পরে হামলা চালায়।

 

 

ঘটনার পরপরই স্থানীয় ওয়ার্ড সদস্য হানিফকে জানানো হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ উঠেছে। ফলে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। সংখ্যালঘু হওয়ার কারণে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

 

 

এলাকাবাসীর অনেকেই দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানালেও বখাটেদের প্রভাব ও হুমকির কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না। এতে পুরো গ্রামে চরম আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে।

 

 

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সচেতন মহল দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest