বরগুনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫

বরগুনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

মোঃ মিরাজ হোসেন :

 

বরগুনা সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০২৫-২৭ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি এম হারুন অর রশিদ রিংকু,  সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশন ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি গোলাম হায়দার স্বপন।

 

সোমবার (২১ জুলাই) সকাল ১০ টায় বরগুনা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে এক সভার মধ্য দিয়ে উপস্থিত ভোটে এই কমিটি গঠিত হয়। এসময় বরগুনা সাংবাদিক ইউনিয়নের ২৭ জন সদস্য ও ভোটার উপস্থিত ছিলেন।

 

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন— মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মুশফিক আরিফ, Bangladesh Today ও লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. জহিরুল হক,  দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি ইফতেখার শাহীন।

 

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি খান নাঈম, অর্থ সম্পাদক পদে স্বদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মিরাজ খান, সাংগাঠনিক সম্পাদক পদে ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি রাসেল রুহান, প্রচার সম্পাদক পদে নতুন সময়ের জেলা প্রতিনিধি এম সাইফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রাসেল মাহমুদ,  তথ্য ও গবেষণা সম্পাদক পদে রাসেল হোসাইন, দপ্তর সম্পাদক পদে জিটিভির জেলা প্রতিনিধি মো. সানাউল্লাহ নির্বাচিত হয়েছেন।

 

এ কমিটির নির্বাচিত সদস্য পদে নয়া দিগন্তের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

 

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন বলেন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা আমাদের উন্মুক্ত ভোটে সম্পাদক নির্বাচিত করেছেন এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ। আমি সাংবাদিকদের স্বার্থ রক্ষায় এবং সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের স্বার্থে কাজ করে যাব।

 

নব-নির্বাচিত সভাপতি এম হরুন অর রশিদ রিংকু বলেন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সদস্যরা আমাকে সভাপতি নির্বাচিত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা আমার ভরসা রেখেছেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে সংগঠন ও সদস্যদের স্বার্থে কাজ করে যাব। বরগুনা সাংবাদিক ইউনিয়ন হবে সকল জনসাধারণের আস্থার আশ্রয়স্থল।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest