ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেনঃ দিনাজপুরের বীরগঞ্জে বিলুপ্তির পথে সিনেমা হল। অব্যাহত লোকসান, নকল সিনেমা,পাইরেসি, ভারতীয় সিরিয়াল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে দর্শক হারাচ্ছে দিনাজপুরের
বীরগঞ্জের হলগুলো। বীরগঞ্জ পৌরশহরে ২টি সিনেমা হলের মধ্যে ১টি উল্লাস সিনেমা হলটি
কোনমতে চালু থাকলেও খুব কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তাজমহল সিনেমা হল চালু থাকলেও কয়েক বছর আগে এটিও বন্ধ হয়ে যায়। এক সময় উপচে পড়া দর্শকের ভিড়ে সরগম থাকতো এই হলগুলো। অথচ এখন সিনেমা হলে
করা হয়েছে গোডাউন,মার্কেট,ও অটো রাখার স্থান। সব মিলিয়ে বীরগঞ্জ উপজেলায় একটি মাত্র
উল্লাস সিনেমা হল ছাড়া তাজমহল সিনেমা হল এখন বিলুপ্তি হয়েছে। আগে বিশেষ দিনে ঈদ, পূজা ও বিভিন্ন বড় অনুষ্ঠানে মানুষজন পরিবার- পরিজন নিয়ে সিনেমা হলে দেখতে আসত।সিনেমাপ্রেমীদের এই প্রেক্ষাগৃহগুলো আর থাকছে না। এক সময় দর্শকদের ভিড়ে সিনেমা হলগুলোতে বিন্দু মাত্র ফাঁকা জায়গা পাওয়া যেত না। কয়েক বছর আগে উপচেপড়া ভিড়ে সিনেমা দেখতে আসা মানুষদের সামলাতে হিমশিম খেতে হতো হল মালিকদের। উল্লাস সিনেমার ম্যানেজার মোঃ হারুন জানান, তিনি খুব কষ্ট করে তার সিনেমা হলগুলি চালু রেখেছেন। তবে নিয়মিত লোকসান হচ্ছে। তাই বর্তমানে ঈদ,প‚জাসহ বিভিন্ন বিশেষ দিনে ৫ থেকে ৭ দিন চালান হলটি। বাংলাদেশ চলচিত্র শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের গুরুত্বপূর্ণ ও জরুরি পদক্ষেপ প্রয়োজন। তাহলেই কেবল এই শিল্পটিকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST