ঢাকা ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫
শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলায় ব্যাপক আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে,”সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দুর্যোগ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী,মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ অক্টোবর সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও একটি মহড়া অনুষ্ঠিত হয়,একেই দিনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মহেশ্বর মন্ডল,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ,উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ গোলাম মাওলা, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মোঃ খোকন সরদার, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান,এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজাসহ উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ ও আলোচনা করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST