ঢাকা ১৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্ট বিরোধী বাংলাদেশের একমাত্র জোট গণতন্ত্র মঞ্চ প্রথম পর্বের ১৪০ টি আসনে প্রার্থিতা ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
বরিশাল বিভাগের অন্যতম সংসদীয় আসন,বরিশাল ২ এ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে যুবনেতা নিক্সনকে।
যুবনেতা এস এম সামছুল আলম নিক্সন বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে ঢাকার রাজপথে ছিলেন ৩৭টি বছর।
তিনি দেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।পাশাপাশি তিনি দেশের ঐতিহ্যবাহী যুব সংগঠন জাতীয় যুব পরিষদ এর নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ও মুক্তিযুদ্ধভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে পতাকা ২ মার্চ এর প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
জনাব নিক্সন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পুলিশ ও আওয়ামী হানাদারদের হামলায় গুরুতর আহত হন। হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে বারবার।
জুলাই আন্দোলনে তিনি ও তার দলের অবদান ছিল ঐতিহাসিক।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ ( বানারীপাড়া – উজিরপুর ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জনাব নিক্সন দেশের বেকার সমস্যা নির্মূলে উপজেলা ভিত্তিক শিল্পাঞ্চলের দাবিতে দীর্ঘ দিন লড়াই সংগ্রাম করে যাচ্ছেন।
জনাব নিক্সন আর এইচ বি নিউজকে বলেন,
তিনি নির্বাচিত হলে স্হানীয় বেকারত্ব নির্মূল করতে উপজেলা ভিত্তিক শিল্পাঞ্চল গঠন করবেন বলে আশা ব্যক্ত করেন।
পাশাপাশি প্রাদেশিক সরকার গঠন জাতীয় নিরাপত্তা কাউন্সিল জাতীয় অর্থনৈতিক কাউন্সিল গঠনসহ স্বাধীন দেশের উপযোগী বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম অব্যাহত রাখবেন।
তিনি সকল ধরনের চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, খুন, ধর্ষণ, নির্যাতন, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক অঞ্চল গড়ার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST