বরিশাল জেলা প্রশাসনের নির্দেশে করোনা রোগী সন্দেহ ব্যক্তির দাফন কাজ সম্পন্ন

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

বরিশাল জেলা প্রশাসনের নির্দেশে করোনা রোগী সন্দেহ ব্যক্তির দাফন কাজ সম্পন্ন

শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আনন্দবাজারস্থ চরফেনুয়া ব্রীজসংলগ্ন জমাদ্দার বাড়ির মাহেব জমাদ্দারের পুত্র মোঃ মিজানুর রহমান জমাদ্দার চিকিৎসার জন্য বরিশাল যাওয়ার পথে গতকাল ৫ জুন শুক্রবার বিকাল তিনটার দিকে আকস্মিক মৃত্যুবরণ করেন।

মৃত্যুর পূর্বে বেশ কিছুদিন তিনি জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন৷ করোনা সন্দেহে তাঁর পরিবার ও প্রতিবেশীরা মৃতের দাফন কাজ করতে নারাজ ৷

এমতাবস্থায় মৃতের স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সন্দেহ ও মতদ্বৈধতা দূরীকরণের স্বার্থে প্রশাসনিক সিদ্ধান্তের প্রেক্ষিতে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে এর তত্ত্বাবধানে একটি স্বেচ্ছাসেবী দল WHO’র প্রটোকল মেনে মৃতের লাশ দাফন করেন৷

দাফন কাজ সম্পন্ন হতে রাত ১টা বেজে যায়৷ দাফন কাজে শ্রীপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা সার্বিক সহযোগিতা করেন। জীবনের ঝুঁকি নিয়ে স্বেচ্ছায় দাফন কাজে অংশগ্রহণকারী টিমের সদস্যরা হলেন এইচ এম আল-আমীন, মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, এইচ এম রবিউল ইসলাম, মোহাম্মদ আবুল হোসেন ও জনাব মোহাম্মদ জামাল মাঝি।

এছাড়াও মেহেন্দিগঞ্জ হাসপাতাল লাশের গোসলসহ সার্বিক বিষয়ে টিমের সদস্যদের সংক্ষিপ্ত প্রশিক্ষণ, পিপিই ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেন৷ এসময় আইনশৃংখলা রক্ষার কাজে শ্রীপুর ইউনিয়নের গ্রামপুলিশ ও আনসার সদস্যদের একটি সুসজ্জিত দল সহযোগিতা করেন৷


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest