ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে আমরা বুঝতে পারিনি

প্রকাশিত: ৮:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে আমরা বুঝতে পারিনি
শহিদুল ইসলাম সোহেল ময়মনসিংহ ব্যুরো : টাঙ্গাইল ১ এর সাংসদ এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন, পেঁয়াজের চাহিদার তুলনায় আমদানি অপ্রতুল। সেই সঙ্গে মজুতে ঘাটতি থাকায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।অতিরিক্ত বৃষ্টির কারণে এবার কৃষকরা পর্যাপ্ত মজুদ করতে পারেনি।এজন্য আমদানির পরিমাণ যথেষ্ট হয়নি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, বৃষ্টির কারণে উত্তোলনের সময় পেঁয়াজ মজুত করতে পারেননি কৃষক, এখানে ঘাটতি ছিল। ভারত হঠাৎ পেঁয়াজের রফতানির ওপর নিষেধাজ্ঞা দেবে আমরা বুঝতে পারিনি। এখানে আমাদের হয়তো ভুল থাকতে পারে, আমাদের আগেই একটা জরিপ করা দরকার ছিলো কতটা উৎপাদন হয়েছে। কতটুকু আমরা আমদানি করব। পেঁয়াজের প্রয়োজন ২৫-২৬ লাখ টন উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, বাইরে থেকে এখন ৩০০ টন ও ৫০০ টন পেঁয়াজ আসছে। ব্যবসায়ীরা তা ফলাও করে প্রচার করে। এতে ইতিবাচক প্রভাব পড়ে। কিন্তু বাজারে এর প্রভাব পড়ে না। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে যেকোনো পণ্যের দাম নির্ভর করবে চাহিদা এবং সরবরাহের ওপর। র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীসহ কোনো বাহিনী দিয়েই পেঁয়াজসহ দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হক ও কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম প্রমুখ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest