ঢাকা ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
ঢাকা অফিস:
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিপুল ভোট পেয়ে গোলাপ ফুল প্রতীকে সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ এম হাসান আল-মামুন (লিমন), প্রতিনিধি নলছিটি ইউসিসিএ লিঃ, ঝালকাঠী এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোরগ প্রতীকে নাফিজ উদ্দিন চৌধুরী, প্রতিনিধি দোহার ইউসিসিএ লিঃ, ঢাকা।
শনিবার (০১ মার্চ) দিনব্যাপী রাজধানীর মতিঝিল ২২ দিলকুশায় ফেডারেশনের নিজস্ব কার্যালয় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ১৭৯ জন।
নির্বাচনে ৬টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিচালক পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন, নির্বাচনী এলাকা ১- মোঃ নুরুল ইসলাম, সভাপতি, কাহারোল ইউসিসিএ লিঃ, দিনাজপুর, নির্বাচনী এলাকা ২- নুরুল হক, সভাপতি, সিরাজগঞ্জ সদর ইউসিসিএ লিঃ, নির্বাচনী এলাকা ৩- এ এম শাহিন, সভাপতি, গোদাগাড়ি ইউসিসিএ লিঃ, রাজশাহী, নির্বাচনী এলাকা ৪- মোঃ সাইফুল্যাহ আজাদ, সভাপতি, কলারোয়া ইউসিসিএ লিঃ, সাতক্ষিরা, নির্বাচনী এলাকা ৫- শফিউল আজম খান, সভাপতি নাজিরপুর ইউসিসিএ লিঃ, পিরোজপুর, নির্বাচনী এলাকা ৬- মোঃ ই্উসুফ নিজামী, প্রতিনিধি, সিতাকুন্ড ইউসিসিএ লিঃ, চট্টগ্রাম, নির্বাচনী এলাকা ৭- মোঃ শরিফুল ইসলাম ভূইয়া, প্রতিনিধি, বুড়িচং ই্উসিসিএ লিঃ, কুমিল্লা, নির্বাচনী এলাকা ৮- মোঃ ফখরুল ইসলাম, সভাপতি মৌলভীবাজার সদর ইউসিসিএ লিঃ, নির্বাচনী এলাকা ৯- সাহাবুদ্দিন মিয়া, সভাপতি তেজগাঁও টিসিসিএ লিঃ, ঢাকা, নির্বাচনী এলাকা ১০- মোঃ মোস্তফা কামাল, সভাপতি, ভালুকা ইউসিসিএ লিঃ, ময়মনসিংহ।
নির্বাচনে সভাপতি পদে বিএনপি নেতা অধ্যক্ষ নূর আফরোজা বেগম জ্যোতি (সাবেক এমপি), কেন্দ্রীয় বিএনপির সদস্য রহিমা বেগম, মোঃ জাহাঙ্গীর হোসেন, এইচ এম হাসান আল মামুন (লিমন), জহুরুল হক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন। সহ-সভাপতি পদে মোঃ মহসিন আলী (রুবেল), মোঃ জহিরুল আলম শেখ, মোঃ আলী আজম, নাফিস উদ্দিন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST