ঢাকা ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫
রিপোর্টার: শিবচরের সোহেল। মাদারীপুর জেলার শিবচর থানার পাঁচ্চর বাজারের পদ্মা সুপার মার্কেটের তাসিন এন্টারপ্রাইজের আট লক্ষাধিক টাকা নিয়ে দোকান কর্মচারী আশরাফুল ইসলাম সুজন ব্যাপারীর প্রতারনায় মামলার প্রস্তুতি চলছে। প্রতারক কর্মচারীর বাড়ি মাদবর চর ইউনিয়নের নাসিরের মোড় সংলগ্ন আফসার খার কান্দি। পিতার নাম ইদ্রিস বেপারী। সরেজমিনে ভিজিট করে জানা যায় গত রমজান মাসে কর্মচারী সুজন বেপারী দেশি বিদেশি শাড়ি থ্রি পিস বিক্রি করেছে ১১৫ পিস যার গড় মূল্য প্রায় ছয় লাখ টাকা। বাংলাদেশী পন্য সহ রমজান মাসে কর্মচারী টোটাল বিক্রি দেখিয়েছে নয় লক্ষ টাকা। ঈদের আগের দিন দোকান মালিক পুরো রমজান মাসের হিসাব চেয়ে টাকা বুঝিয়ে দিয়ে যেতে বললে সুজন ব্যাপারী অসুস্থ্যতার ভান দেখিয়ে কোনো হিসাব বা টাকা না দিয়েই বাড়ি চলে যায় এবং মোবাইলে মালিককে বলে যে সব টাকা দোকানের বিভিন্ন খরচে শেষ হয়ে গেছে। এমতাবস্থায় দোকান মালিক তার অভিভাবকদের বিষয়টি জানালে ঈদের দুই দিন পর কর্মচারী সহ তার কয়েকজন আত্বীয় দোকানে এসে বিস্তারিত হিসাব নিকাশ করে সুজন বেপারীর প্রতারনার বিষয়টি প্রমান পেয়ে দোকান মালিককে টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যায়। কিন্তু পরবর্তীতে প্রতারক কর্মচারী সুজন ব্যাপারী সহ তার বাবা, মা ও ভাই তাদের আত্বীয়দের আদেশ অমান্য করে এবং টাকা ফেরত দিতে রাজি না হয়ে উল্টো দোকান মালিককে বিভিন্ন হুমকি ধমকি দেয়। এমতাবস্থায় কর্মচারীর আত্বীয় পক্ষ অনেক চেষ্টা করেও টাকা ফিরিয়ে দিতে অপরাগতা প্রকাশ করায় প্রতারক কর্মচারী আশরাফুল ইসলাম সুজন বেপারী ও তার আপন ভাই শাহিন বেপারীর নামে মামলার প্রস্তুতি চলছ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST