প্রবীণ সাংবাদিক কলিম জায়েদী’র তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা, দোয়া মোনাজাত অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৫

প্রবীণ সাংবাদিক কলিম জায়েদী’র তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা, দোয়া মোনাজাত অনুষ্ঠিত

 

অনলাইন ডেস্ক# তৃণমূল সাংবাদিকদের প্রাণের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র প্রতিষ্ঠাতা কার্যকারী সভাপতি, প্রবীণ সাংবাদিক কলিম এম জায়েদী’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে, গতকাল ২৬ মে বেলা পাঁচটায় এসএসপির কেন্দ্রীয় কার্যালয় স্মরণ সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

 

সংগঠনের সভাপতি এস এম সামছুল আলম নিক্সন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল এর সঞ্চালনায়, শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের দপ্তর সম্পাদক, আলোকিত সময়ে এর ব্যবস্থাপনা সম্পাদক মল্লিক মেহেদী হাসান। কলিমি এম জায়েদীর জীবন কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন সাংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক, বিপ্লবী জনতার সম্পাদক ও প্রকাশক এম গোলাম ফারুক মজনু, সাবেক সহ-সভাপতি ওকে নিউজ এর সম্পাদক ও প্রকাশক ওবায়দুল কবির, সংবাদ সারাদিনের সম্পাদক ও প্রকাশ শহিদুল ইসলাম, মানবাধিকার সংগঠক ও সাংবাদিক রিতা আক্তার রিয়া, কলিম এম জায়েদী’র ছেলে আলো জায়েদী, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীন ইয়ামিন, সাংবাদিক কামরুল ইসলাম, জামাল হোসেন, জাকির হোসেন, মনিরুজ্জামান মনিরসহ সংগঠনের বিভিন্ন সাংবাদিকবৃন্দ। স্মৃতিচারণ শেষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest