বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুলের নিজ এলাকা ঠাকুরগাঁয়ে ঈদের কুশল বিনিময়ে।

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুলের নিজ এলাকা ঠাকুরগাঁয়ে ঈদের কুশল বিনিময়ে।

 

 

ফরিদ চিশতি (নিজস্ব প্রতিনিধি) : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ২ এপ্রিল বুধবার তার নিজ বাসভবন কালিবাড়ি রোড, ঠাকুরগাঁওয়ে এলাকার আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীদের নিয়ে ঈদের কুশল বিনিময়ের করেন।

 

 

এলাকার লোকজনের সঙ্গে ঈদের কুশল বিনিময়ের সময় সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়েচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় দেশবাসী সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং জান মাল নিরাপত্তার জন্য দেশের সকলকে সজাগ থাকার আহ্বান করেন।

 

 

ঈদ কুশল বিনিময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার, বলেছি সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচনের রোড ম্যাপ দেওয়া হোক। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনী সরকার আসলে এদেশের সবকিছুই সমাধান করা সম্ভব, কারণ আইন অনেক সময় সংসদে পাস না হলে এ সংস্কারগুলোরও কোন কিন্তু ভিত্তি প্রস্তুত হবে না তাই একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন অতি জরুরি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest