ঢাকা ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২০
আরিফুজ্জামান জনি নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী এ্যাড. সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংসদ সদস্য মো. শিবলী সাদিক এমপি।
বৃহস্পতিবার ( ৯ জুলাই) থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে বাংলাদেশ সময় রাত্রি ১১ টা ২৬ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এ্যাডভোকেট সাহারা খাতুন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
প্রবীণ রাজনীতিবিদ সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে এক শোকবার্তায় দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।
এমপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সাহারা খাতুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনিসহ সকল সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন।
তিনি সব ধরনের ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন সৎ ও দক্ষ নারী নেত্রী হারালো। আওয়ামীলীগ পরিবার হারালো
পরীক্ষিত ও বিশ্বস্ত আওয়ামীলীগের একজন যোদ্ধাকে।
শিবলী সাদিক এমপি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST