নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু,দাফনে শাবাব

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু,দাফনে শাবাব

মিলন কান্তি দাস, নলছিটি প্রতিনিধি

করোনা উপসর্গ নিয়ে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল ১১ জুলাই শনিবার রাত সারে ১১টায় মৃত্যু বরণ করেছেন শিক্ষক আবদুল লতিফ শিকদার।
জানা গেছে নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের কপালবেড়া গ্রামের সৈলাবুনিয়া মডেল বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল লতিফ শিকদার করোনা উপসর্গ নিয়ে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন(ইন্না— লিল্লাহ রাজিউন)
১২ জুলাই রবিবার নলছিটি শাবাব ফাউন্ডেশন মানবিক সেচ্ছাসেবী দল মুফতি যায়নুল আবেদিন ও মুফতি হানযালা নোমানির নেতৃত্বে ১১ সদস্যের দলটি মৃতের বাড়িতে পৌছে যায়। এবং তার গোসল, জানাজা ও দাফন কাজ সম্পন্ন করেন।
“শাবাব” ফাউন্ডেশন নলছিটি শাখা এর আগেও আরো ১২জনের মানবিক দাফন কাজ সম্পন্ন করেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest