বরিশালে র‌্যাবের অভিযানে বাগানের মধ্য থেকে ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

বরিশালে র‌্যাবের অভিযানে বাগানের মধ্য থেকে ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার

 

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানাধীন মাখরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাগানের মধ্য দিয়ে ১২২ বোতাল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহষ্পতিবার ১৩ আগস্ট সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরের বিমানবন্দর থানাধীন মাখরকাঠি এলাকার মাখরকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনুমান ৩ শত গজ উত্তর দিকে মেহগনি বাগানের মধ্যে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাব সদস্যরা উক্ত স্থানে তল্লাশী করে ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন। পরে স্থানীয় জনসাধারণ এবং স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদে পলাতক আসামীর নাম মোঃ মিলন আকন হাওলাদার(৪৪) হিসেবে জানতে পারে র‌্যাব। যিনি ওই এলাকার মৃত হযরত আলী হাওলাদারের ছেলে।

উল্লেখ্য আসামী মোঃ মিলন আকন হাওলাদার(৪৪) এর নামে পূর্বে বরিশাল জেলার বিভিন্ন থানায় ৮ টি মামলা আছে যার মধ্যে ৭ টি মাদক মামলা। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ সাবুর আলী বাদী হয়ে বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest