র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক হলেন কর্নেল আজাদ

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক হলেন কর্নেল আজাদ

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) হিসেবে দায়িত্ব নিয়েছেন কর্নেল কে এম আজাদ। তিনি কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ারের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার (১৬ মার্চ) দায়িত্বভার গ্রহণ করেন কে এম আজাদ। তিনি গত ৯ মার্চ সেনাবাহিনী থেকে প্রেষণে র‌্যাবে যোগ দেন।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩২তম বিএমএ লং কোর্সের মাধ‌্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন কে এম আজাদ। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি কর্নেল পদবীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বীর) ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কে এম আজাদ একটি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সেনা সদরের সামরিক গোয়েন্দা পরিদপ্তর (DGFI) এর স্টাফ অফিসার, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের প্রশিক্ষক ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কঙ্গোতে মিলিটারি অবজারভার এবং আইভেরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest