নলছিটি ইউএনও’র আহবানে সাড়া দিয়ে অনেকেই দাড়িয়েছেন মেধাবী ইমরানের পাশে

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মে ২৩, ২০২১

নলছিটি ইউএনও’র আহবানে সাড়া দিয়ে অনেকেই দাড়িয়েছেন মেধাবী ইমরানের পাশে

নলছিটি প্রতিনিধিঃ নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের আহবানে সাড়া দিয়ে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ২য় স্থান অধিকার করা মেধাবী ছাত্র সৈয়দ ইমরানের পাশে দাড়িয়েছেন অনেকেই । একটি ফেইসবুক আইডিতে সৈয়দ ইমরানের পোস্ট দেখে ইউএনও ইমরানকে তার সাথে দেখা করতে বলেন। তার বিষয়ে জানতে পেরে সামাজিক যোগযোগ মাধ্যমে ইমরানের পাশে দাড়ানোর আহবান জানান। তার আহবানে সাড়া দিয়ে অনেকেই সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়েছেন। তার মধ্যে রয়েছেন, শামসুন্নাহার  ফাউন্ডেশন,বিদ্যুৎ সিকদার উপকর কর কমিশনার(কর অঞ্চল বরিশাল), অ্যাডভোকেট কাওসার হোসাইন(আইনজীবি),ইসরাত জাহান মিলি (উপজেলা কৃষি কর্মকর্তা), বিজন কৃষ্ণ খরাতী( উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা),নাইমুন্নাহার( উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা),নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক(স্বরুপকাঠি) ও নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাংবাদিক( ঢাকা),দিদারুল আলম রায়হান(উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক),মহিউদ্দিন আহমেদ রুবেল ও মো. সোহাগ হোসেন(মগড়)। রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ইমরানের হাতে উপহারের বাইশ হাজার পাঁচশত টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক দিদারুল আলম রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন এই সামান্য টাকা হয়তো তোমার ইচ্ছাকে কিছুটা এগিয়ে নিবে। বাকিটা তোমার নিজের উপর নির্ভর করবে। আমরা তোমার পাশে আছি,আমাদের সমর্থন তোমার মনোবল বাড়াবে। সৈয়দ ইমরান তার অনুভূতি জানাতে গিয়ে বলেন,আমি সবার প্রতি কৃতজ্ঞ যারা আমার পাশে দাড়িয়েছেন তাদের ভালবাসা হৃদয় দিয়ে অনুভব করছি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest