ঢাকা ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি ।। খোদ বন কর্মকর্তাই যখন রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায়, তখন সরকারি গাছতো উজার হবেই। বরগুনার তালতলী উপজেলার সরকারি রাস্তার গাছ কেটে স্ব মিলে নিয়ে গেছেন এক বিট কর্মকর্তা। শুক্রবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার বড়বগী ইউনিয়নের নিশান বাড়িয়ার বিটকর্মকর্তা গোলাম মোস্তফা রাস্তার সরকারি বিভিন্ন প্রজাতিরগাছ কেটে কবিরাজ পাড়ার স্ব মিলে নিয়ে গেছেন চেরাই জন্য। বন বিভাগ সুত্রে জানাগেছে নার্সারি করার জন্য ঐ গাছ কেটে চেরা তৈরি করে দিবেন ঐ বিট কর্মকর্তা। বাঁশের তৈরি চেরা দেওয়ার কথা থাকলেও ঠিকাদারের সাথে আঁতাত করে সরকারি গাছ কেটে স্ব মিলে নিয়ে যান। সাংবাদিক আসার খবর শুনে স্থানীয় শহিদুল খলিফা,ও কাদের তালুকদারকে দিয়ে গাছের শিকার উঠিয়ে প্রমাণ লোপাটকরা হয় কিন্তু সাংবাদিকদের ক্যামেরায় ধরাপড়ে সে গুলো। তারপর উপায় না পেয়ে গাছ গুলো আবার স্ব মিল থেকে বিট কর্মকর্তার কার্যলয় শুক্রবার রাতে নিয়ে আসা হয়েছে। স্থানীয়রা বলছেন বিট কর্মকর্তা টাকা পেলে পারেনা এমন কোন কাজ নেই । বিটকর্মকর্তা গোলাম মোস্তফা মুঠো ফোনে গাছের বিষয় বলেন। গাছ গুলো করাত কলে কেটে চেরা তৈরিকরাহবে। তাই করাত কলে পাঠানো হয়েছে। এ বিষয়তালতলীউপজেলা রেঞ্জকর্মকর্তা নয়ন মিস্ত্রি বলেন ওখানে আমাদের নার্সারির কাজ চলছে ঠিকাদার বাঁশদিয়ে চেরা তৈরি করে দিবে। আরযদি বিট কর্মকর্তা গাছ কেটে চেরা কাটানোর মত কিছুহয়ে থাকে তাহলে তদন্তকরে তারবিরুদ্ধে ব্যবস্থা নেওয়াহবে। এ ব্যাপারে পটুয়াখালী বন বিভাগের সহকারি বন সংরক্ষক দেবাশিষ মুখার্জী বলেন, খোঁজ নিয়ে বিষয়টির সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST