ঢাকা ৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২০
বাউফলের সব ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা। এনামুল হক বাউফল পটুয়াখালী প্রতিনিধি – কাল থেকে বাউফল উপজেলার সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছেন উপজেলা প্রশাসক জাকির হোসেন ।
আজ সোমবার রাতে এই বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে সূত্রে জানা গেছে, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্তসাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু বিগত দিনে মার্কেট শপিংমল সমূহে প্রতীয়মান হয় যে, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে আগত ক্রেতাগণ সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা করেছেন।
বাউফলের জনসাধারণের স্বাস্থ্যসুরক্ষা ও মৃত্যুর কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল থেকে সব ধরনের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান কাঁচাবাজার এবং ওষুধের দোকান এই নিষেধাজ্ঞার আওতায় না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST