ঢাকা ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫
নিজস্ব প্রতিনিধি
লাবন্য মিডিয়া হাউজ আয়োজিত উদ্যোক্তার হাট অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টবর ) সন্ধ্যায় কেন্দ্রীয় কচি কাঁচার মিলনায়তন সেগুনবাগিচায় বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক গুনীজন এবং প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
লাবন্য মিডিয়া হাউজের চেয়ারম্যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. হেদায়েত উল্লাহ তুর্কীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মো. জহিরুল আলম, প্রধান অর্থ কর্মকর্তা ওয়াল স্টিট স্টক ও অপশন, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র, প্রকৌশলী মো. শামীম হোসাইন প্রমুখ।
বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক গুনীজন এবং প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই সময় শিল্পী ক্যাটাগরিতে উদ্যোক্তার হাট অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয় এই সময়ের তরুণ প্রজম্মের কণ্ঠ শিল্পী সুমী রানী।
অ্যাওয়ার্ড প্ৰাপ্তিতে সুমীরাণী জানান অ্যাওয়ার্ড হল একটা ভালো কাজের স্বীকৃতি। অ্যাওয়ার্ড পেয়ে আমার খুব ভালো লাগছে। এই অ্যাওয়ার্ড আমার যেকোনো কাজের অনুপ্রেরণা যোগাবে।
উল্লেখযে সুমীরাণী তরুণ প্রজম্মের বেশ জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। তার বেশ কিছু এলবাম প্রকাশিত হয়ে শ্রোতাদের মন জয় করেছে।
বর্তমানে তিনি পড়াশোনা ও মিডিয়া কাজ নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছেন। তিনি মালয়েশিয়ার এঅটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST