উখিয়ায় ইউনিক কেয়ার হাসপাতালের শুভ উদ্বোধন

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৫

উখিয়ায় ইউনিক কেয়ার হাসপাতালের শুভ উদ্বোধন

 

 

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়া বাজারে বহুল প্রতীক্ষিত ইউনিক কেয়ার হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা: নাসরিন জেবিন, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার আমীর মাওলানা আবুল ফজল, হাসপাতালের পরিচালক মো. দেলোয়ার হোসেন সিআইপি, এবং কমিউনিকেশন অব বাংলাদেশ (কব)-এর চেয়ারম্যান মো. গোলাম ফারুক মজনু।

 

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যা পাঠ করেন হাফেজ মাওলানা জালাল আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক এস এম জসীম উদ্দিন এবং সঞ্চালনা করেন মাওলানা আবুল বাশার ও সানা উল্লাহর।

 

বক্তারা বলেন, ইউনিক কেয়ার হাসপাতাল উখিয়ার স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের সূচনা করেছে। আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসক দ্বারা পরিচালিত এ হাসপাতাল স্থানীয় মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অতিথিরা বিশ্বাস করেন, এই হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে কক্সবাজার জেলায় মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest