তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ ও চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর অনলাইনে মত বিনিময়

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ ও চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর অনলাইনে মত বিনিময়

আর ডি রাকিব: বাংলাদেশের মাননীয় তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদের সাথে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের মান্যবর রাষ্ট্রদূত জনাব লি জিমিং বুধবার ২২ জুলাই এক অনলাইন ভিডিও আলাপে যুক্ত হন এবং কোভিড -১৯ মহামারীর পাশাপাশি চীন ও বাংলাদেশের মধ্যে গণমাধ্যম যোগাযোগ এবং সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর জনাব লিউ ঝেনহুয়াও বৈঠকে উপস্থিত ছিলেন।

ডঃ হাসান মাহমুদ বাংলাদেশের প্রতি চীনের সহায়তার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মহামারী চলাকালীন সময় এবং এর বাইরেও চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। কোভিড -১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে চীন অসাধারণ সাফল্য অর্জন করেছে এবং অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তার দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার বাংলাদেশকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে। আশা করা যায় যে চীন ও বাংলাদেশ মহামারী মোকাবেলা এবং গণমাধ্যম নিয়ে প্রকল্প নির্মাণে পারস্পরিক সহযোগিতা জোরদারকরণ অব্যাহত রাখবে।

রাষ্ট্রদূত লি বলেন, এই বছরের গোড়ার দিকে যখন চীনে কোভিড -১৯ পরিস্থিতি বেশ ভয়াবহ ছিল, তখন বাংলাদেশ চীনের এক ভাল প্রতিবেশী এবং অংশীদার হিসাবে চীনের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছিল। এ ছাড়াও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের মহামান্য রাষ্ট্রপতি জনাব শি জিনপিংকে বিশেষ পত্রের মাধ্যমে চীনের প্রতি সমবেদনা ও সমর্থন প্রকাশ করেছিলেন। বর্তমানে, এ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে তাঁর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উদ্দীপনা এবং জনগণের জীবিকা নিশ্চিতকরণে সহায়তার জন্য চীন বেশ কয়েকটি সহায়ক পদক্ষেপ গ্রহণ করেছে, যেগুলো বাংলাদেশের সংবাদমাধ্যমগুলি যথেষ্ট সক্রিয় ও ব্যাপকভাবে প্রচার করেছে। চীন ও বাংলাদেশ কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা আরো গভীর করবে, এ দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস ও আস্থা আরো গভীর হবে এবং দু’দেশের গণমাধ্যমগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বিনিময় ও সহযোগিতা আরো গভীর পর্যায়ে নিয়ে যাবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest