মধুপুরের গারোবাজারে শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

মধুপুরের গারোবাজারে শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

শোকের মাস আগস্ট মাস। এই মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর হত্যাকান্ড। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছে এই দিনটি। তারই ধারাবাহিকতায় মধুপুর উপজেলা যুবলীগের সম্মানিত সদস্য ও আউশনারা ইউনিয়নের কৃতি সন্তান মোঃ মহি উদ্দিনের নেতৃত্বে সুনামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল গফুর মন্টু, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest