দুমকিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা ও প্রতিবাদ ll

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

দুমকিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে  অপপ্রচারে নিন্দা ও প্রতিবাদ ll

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও
অবৈধ গর্ভপাতের কাল্পনিক তথ্যে প্রকাশিত সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র
নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাঁশবুনিয়া মেহেরুন্নেছা বালিকা
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নেছার উদ্দিন।
শনিবার বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলণ ও
প্রতিবাদ সমাবেশে দৈনিক মানবজমিন, দৈনিক গণকন্ঠসহ কয়েকটি স্থানীয়
পত্রিকা ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রধান শিক্ষককে জড়িয়ে প্রকাশিত
ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে
পাংগাশিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: আলমগীর সিকদার, সাবেক
চেয়ারম্যান এড. গাজী মো: নজরুল ইসলামসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক মো: নেছার উদ্দিন বলেন, স্থানীয়
একটি দুষ্টচক্র বিদ্যালয়ের উন্নয়ন অগ্রগতি ব্যহত করতে এবং সামাজিক ভাবে
হেয় প্রতিপন্ন করতেই বানোয়াট ও কাল্পনিক তথ্যের ভিত্তিহীণ অভিযোগের
মিথ্যে সংবাদ প্রকাশ করেছেন। বাস্তবে ওই সংবাদের অভিযোগকারী ও ভিকটিমের
(স্কুলছাত্রী)কোন অস্তিত্ব নেই। ঘটনাটি সর্বৈভ মিথ্যা। চক্রটির তথাকথিত
কতিপয় হলুদ সংবাদিকদের ব্যবহার করে এজঘন্যতম মানহানিকর কাজটি করেছেন।

তিনি আরও বলেন, আপনাদের অনুসন্ধানি চোখে এ ষড়যন্ত্রকারী গ্রুপের মুখোশ
উম্মেচন করতে হবে। শিক্ষ প্রতিষ্ঠানটির ক্ষতিসাধনের জন্য এমন জঘন্য নিন্দনীয়
কাজটি করে চলেছেন তাঁদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে
সবার সহযোগিতা দাবি করেছে।
উল্লেখ্য, ১৭ নভেম্বর দৈনিক মানবজমিন পত্রিকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে
অনৈতিক সম্পর্কের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

৪ডিসেম্বর তারিখে ওই পত্রিকায় সংবাদটি প্রতিবাদ প্রকাশিত হয়। পরবর্তিতে
একই অভিযোগে দৈনিক গণকন্ঠ, দৈনিক বরিশাল সমাচার ও কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদটি প্রকাশিত হলে বিদ্যালয় কর্তপক্ষ এর প্রতিবাদে সংবাদ
সম্মেলনের আয়োজন করে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest