ঢাকা ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় বালুর ড্রেজারে উঠতে গিয়ে পা ফসকে আব্দুল রহমান (৫৫) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের বানাই-কৈখালী খালের শের-ই-বাংলা স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল রহমান উত্তর চেঁচরী গ্রামের মৃত- রফেজ হাওলাদারের ছেলে ও ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (সংরক্ষিত) ফিরোজা বেগমের স্বামী।
চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন ফরাজী জানান, আব্দুল রহমান হাওলাদার ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় উৎসুক জনতা হয়ে ড্রেজারে উঠতে গেলে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST