বরগুনা শিশু পরিবারের উপ পরিচালক ও ২ শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

বরগুনা শিশু পরিবারের উপ পরিচালক ও ২ শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এ,কে,এম,শাহাদাৎ হোসেন (শাওন)

 

 

বরগুনা সরকারি শিশু পরিবারের শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের উপর নির্যাতন,  নিপীড়ন ও বরাদ্দকৃত টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছেন সরকারি শিশু পরিবারের বর্তমান ছাত্র ও প্রাক্তন ছাত্র বৃন্দ। মঙ্গলবার সকাল ১০ টায় প্রেসক্লাবের চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান করা হয়। শিক্ষার্থীদের কথা শুনে ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

 

 

সময় শিক্ষার্থীরা বলেন, শিশু পরিবারের কর্মকর্তা, উপ- পরিচালক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও সহকারী শিক্ষক নাদিম মিয়া এই এতিম শিশুদের উপর অমানুষিক ভাবে মারধর করে বিভিন্ন জায়গায় যখন করে ফেলেছে। এছাড়াও অভিযোগ রয়েছে সরকারি বরাদ্দকৃত  টাকা শিক্ষার্থীদেরকে না দিয়ে আত্মসাৎ করেছে  ওই কর্মকর্তারা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest