রাঙ্গাবালীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সভা।

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

রাঙ্গাবালীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সভা।

মোঃমনিরুল ইসলাম
রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি
মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গাবালীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৯ জানুয়ারি) দুইটি সভা অনুষ্ঠিত হয়।সকালে চরমোন্তাজ বিকেলে উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব মোঃ মইনুল হাসান পুলিশ সুপার (পটুয়াখালী)
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশের সেবা শতভাগ নিশ্চিত করবে বিট পুলিশিং।


তাই স্থানীয় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গি, ইভটিজার, বাল্যবিয়ে, যৌতুকসহ যেকোনো সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সকলকে অনুরোধ করেন তিনি।রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসানের সভাপতিত্বে ও
রাঙ্গাবালী থানার এসআই মোঃশাহাবুদ্দিন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশসুপার (কলাপাড়া সার্কেল) মোঃ আহম্মেদ আলী,ও গলাচিপা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃফারুক হোসেন, রাঙ্গাবালী আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুজ্জামান মামুন খান,এছাড়াও উপস্থিত ছিলেন শিবচর থানা পুলিশের সদস্যসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest