নলছিটি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যানবাহন চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১

নলছিটি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যানবাহন চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

অনলাইন ডেস্ক:আগামী ২৮ জানুয়ারী রাত ১২ ঘটিকার পর থেকে ৩১ জানুয়ারি সকাল ৬ ঘটিকা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ২৯ জানুয়ারী রাত ১২টার পর থেকে ৩০ জানুয়ারী মাঝরাত পর্যন্ত ট্রাক,পিকআপ,লঞ্চ,স্পিডবোট বা যে কোন ইঞ্জিন চালিত নৌযান বন্ধ থাকবে। জরুরি সেবায় এবং নির্বাচনী কাজে নিয়োজিত যানসমূহ এ নিষেধাজ্ঞার আওতার বাহিরে থাকিবে।

নির্বাচনকে সামনে রেখে নলছিটিতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এরই সাথে শহরে প্রবেশের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest