কুড়িগ্রাম বি আর টি এ অফিসে নেই নিজস্ব ভবন!! নানা সমস্যায় জর্জরিত ।

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।
কুড়িগ্রাম বি আর টি এ অফিসের নিজস্ব কোন ভবন না থাকায় নানা সমস্যায় ভুগছেন কর্মকর্তা ও কর্মচারীরা। ডিজিটাল বাংলাদেশে বি আর টি এ একটি আতিব গুরুত্বপূর্ণ অফিস কিন্তু কুড়িগ্রাম বি আর টি এ অফিসের নিজস্ব ভবন না থাকায় গ্রাহকদের নথিপত্র এবং দাপ্তরীক নথিপত্র সংরক্ষণে জায়গা সংকুলান হওয়ায় গ্রাহকদের এসব কাগজপত্র মেঝেতে রাখতে হচ্ছে অফিস কর্তৃপক্ষকে।এ অবস্থায় গুরুত্বপুর্ণ অনেক কাগজে উড়ি পোকা ধরে নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়ে। জনগুরুত্বপুর্ণ এ অফিসে কর্মরত দের চেয়ার টেবিল বসিয়ে কাজ করার কোন স্থান নেই বললেই চলে।ট্রেনিং একাডেমি না থাকায় নানা সমস্যায় ভুগছেন গ্রাহকেরা এছাড়াও ড্রাইভিং পরীক্ষার ফিল্ড টেষ্ট নিয়ে কর্তৃপক্ষকে পোহাতে হয় নানা ভোগান্তি ।
এ ব্যাপারে কুড়িগ্রাম লালমনিরহাট সার্কেলের বি আর টি এ -এর সহকারি পরিচালক আলতাব হোসেন জানান নিজস্ব ভবন আমাদের জরুরী। ডিজিটাল সেবা এখন ঘরে ঘরে পৌছে জাচ্ছে তাই এই সেবায় মান উন্নয়ন এবং মুজিব শতবর্ষ উপলক্ষে বর্তমান সরকার কুড়িগ্রামে বিআরটিএ -র নিজস্ব ভবন নির্মিত হলে গ্রাহক সহ অফিসের কর্মকর্তা কর্মচারীরা আরও সুফল পাবে এমনটা প্রত্যাশা করছেন।বিআরটি এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- জাবেদুল ইসলাম জানান জায়গা সংকুলান ন্হওয়ার কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ নথিপত্র ফ্লোরে রাখতে হয়।অনেক স্টাফরা সহ গ্রাহকরাও বসার কোন জায়গা পায় না।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest