মশা তাড়াতে অক্ষম মানহীন কয়েলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি l

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১

মশা তাড়াতে অক্ষম মানহীন কয়েলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি l

লিটন বাইজিদঃ শীতের শেষে গরমের শুরুতে মশার উৎপাতে অতিষ্ঠ সবাই, মশা দমন করতে সিটি কর্পোরেশনের উদ্যোগে নেয়া হচ্ছে বিভিন্ন ধরনের কর্মসূচি। তাতেও ঠেকানো যাচ্ছে না মশার উৎপাত, বিশেষ করে খালের পাড় ময়লা-আবর্জনা বেষ্টিত জায়গাগুলোতে মশার অত্যাচার চরমে পৌঁছেছে। মশা তাড়াতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের পদ্ধতি ব্যবহার করে থাকেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কয়েল।


বাজারে বিভিন্ন কোম্পানির কয়েলের সমাগম থাকলেও কোনটাই মশা তাড়াতে সক্ষম না বলে জানায় অনেকে। এইসব নিম্নমানের কয়েল মশা দমনে যেমন ব্যর্থ তেমনি এর ব্যবহারে রয়েছে অনেক স্বাস্থ্যঝুঁকি। স্বাস্থ্যবিধদের মতে এসব নিম্নমানের কয়েল ব্যবহারের ফলে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেরই বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি রয়েছে যেমন কাশি, শ্বাসকষ্ট সহ ফুসফুসের নানান রোগে আক্রান্ত হতে পারে


তবে প্রশাসনের সঠিক তদারকির মাধ্যমে এইসব নিম্নমানের কয়েল বাজার থেকে বিক্রি রোধ করা সম্ভব। কয়েলের পাশাপাশি অনেকে ইলেক্ট্রিক ব্যাট ব্যবহার করে থাকে তবে সেটার মান নিয়ে প্রশ্ন অনেকের । তাই সকলেরই উচিত সঠিক এবং ভালো মানের পণ্য ব্যবহার করে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest