গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চরম দুর্ভোগ

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ বৃষ্টিতে ভিজছে সারাদেশ। কনকনে ঠাণ্ডা না থাকলেও হিমেল হাওয়ায় মধ্যরাত থেকেই মণিরামপুরের রাজগঞ্জের আকাশ ছিল মেঘলা। এরপর বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যা অব্যাহত রয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্তও। এদিকে, চলমান বৃষ্টি নিয়ে এসেছে সীমাহীন ভোগান্তি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সকাল বেলায়ও সন্ধ্যার আঁধার, লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। একদিকে বৃষ্টি অন্যদিকে কর্ম সংকট- দুই মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন মণিরামপুরের রাজগঞ্জবাসী। বিশেষ কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। আবার সঙ্গে ছাতা না থাকায় ভিজতে বাধ্য হয়েছেন তারা। গতকাল শুক্রবার ছুটির দিন হলেও সকালে বের হওয়া মানুষ বৃষ্টিতে ভিজে ও চরম ভোগান্তি অপেক্ষা করে গন্তব্যে রওনা দিয়েছেন। ফলে গন্তব্যে পৌঁছাতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। এতে ভোগান্তি চরমে ওঠে। আবহাওয়া বার্তায় বলা হচ্ছে- আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে।

alokito tv

Pin It on Pinterest