ঢাকা ৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
‘মাছ চাষে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগান নিয়ে আজ ২রা ডিসেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বরিশাল এর আয়োজনে প্রশিক্ষণ কেন্দ্র মৎস্য বীজ উৎপাদন খামার কাশিপুর বরিশালের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ আনিছুর রহমান তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ বরিশাল এনামু হক, প্রকল্প পরিচালক ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প মৎস্য অধিদপ্তর ঢাকা মোঃ জিয়া হায়দার চৌধুরী, পুলিস সুপার নৌ পুলিশ বরিশাল মোঃ কোফিল উদ্দীন, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল মোঃ আসাদুজ্জামান, উপ প্রকল্প পরিচালক কামরুল ইসলামসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, ইলিশ মৎস্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, জেলেরা উপস্থিত ছিলেন। শুরুতে ইলিশ সম্পদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এর পরে সকলের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
পরিশেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মা ইলিশ রক্ষায় আমাদের করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সচেতনতার পাশাপাশি ইলিশ ধরা থেকে বিরত থাকতে অনুরোধ করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST